Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 

ভবিষ্যৎ পরিকল্পনা
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে সফল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সহায়তা বিএসইসি'র বিশেষভাবে প্রয়োজন। বিএসইসি তার জন্মলগ্ন থেকে সকলের সহযোগিতা পেয়ে আসছে এবং বিএসইসি বিশ্বাস করে যে এক্ষেত্রেও তা অব্যাহত থাকবে। এ সংক্রান্ত গঠিত সকল কমিটি পূর্ণ উদ্যম নিয়ে দেশব্যপী এ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সকল বিনিয়োগকারীকে তাদের বিনিয়োগ সম্পর্কে অবগত ও শিক্ষিত করাই আমাদের লক্ষ্য। যতক্ষন পর্যন্ত বিনিয়োগকারীরা আর্থিক বাজার এবং এর বিভিন্ন পণ্যের চরিত্র ও গতিবিধি সম্পর্কে অবগত না হচ্ছে এবং নিজেদেরকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করার উপায় না বুঝতে পারছে ততক্ষন পর্যন্ত সমাজের সার্বিক উন্নয়ন আশা করা যায় না। আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন ও এর স্থিতিশীলতার জন্য এ দেশের মানুষকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন।