Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 

শীর্ষে পৌঁছানোর যাত্রা
বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে, যার হার ৬% এরও বেশী। দারিদ্রতা সত্বেও আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অবস্থান বেশ ভাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো আমাদের অর্থনীতি সম্পর্কে খুবই আশাবাদী । আমাদের পুঁজিবাজারের লেনদেনের ৪০%-৪৫% সাধারণ বিনিয়োগকারীরা করে থাকে। কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীরই পুঁজিবাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অনেকসময়ই বিনিয়োগকারীরা মৌলভিত্তির প্রতি গুরুত্ব না দিয়ে গুজবের ভিত্তিতে আবেগের বশবর্তী হয়ে বিনিয়োগ করে। বিনিয়োগকারীদের বিনিয়োগের পূর্বে সম্যক জ্ঞান অর্জন করতে হবে; তাদেরকে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে হবে। বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বিনিয়োগকারীদের জেনে ও বুঝে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

বিএসইসি'র লক্ষ্য হলো সকল বিনিয়োগকারীকে দেশব্যপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় আনা যার ফলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই তারা প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারে।