Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 



বিস্তারিত সংবাদ
তারিখ : জুলাই ৩০, ২০২২  |  শনিবার

প্রতিষ্ঠান : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিএসইসি এবং বিএএসএম এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ বিভাগে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস(বিএএসএম) এর যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিত হয়েছে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’। গত ৩০ জুলাই, ২০২২ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কনফারেন্স অনুষ্ঠানটি শুরু হয়। কনফারেন্সের সভাপতি'র বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ময়মনসিংহের উন্নয়নে সরকারের রাজস্ব খাতের অর্থায়নের পাশাপাশি বিকল্প অর্থায়নের কথা বলেন। জেনে বুঝে বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন " যারা বেশি ঝুঁকি নিতে চান না, তারা মিউচুয়াল ফান্ডে এবং বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারেন "। তিনি আরো বলেন, বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে, স্মার্ট বিনিয়োগকারী হতে হবে। তিনি দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞার প্রশংসা করেন এবং দেশের অর্থনীতি নিয়ে অপ্রয়োজনীয়' ভীতি সৃষ্টির সমালোচনা করেন। তিনি বিনিয়োগকারীদের গুজবে কান না দিতে এবং ঠান্ডা মাথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন। কনফারেন্সের প্রারম্ভে স্বাগত বক্তব্যে বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিনিয়োগ ও পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করে বিনিয়োগকারীদের বলেন, বিনিয়োগকারী যাতে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে তার জন্য কাজ করছে বিএসইসি এবং তার দুইটি অঙ্গ সংগঠন বাংলাদেশ একাডেমি ফার সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম), বাংলাদেশ ইনস্টিটিউট ফর ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএসইসি’র ফাইন্যান্সিয়াল লিটেরেসি ডিপার্টমেন্ট। তিনি আগামীতে সর্বোস্তরে বিনিয়োগ শিক্ষা কে ছড়িয়ে দিয়ে এই খাতে বাংলাদেশের সম্ভবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নেয়ার কথা বলেন। প্রধান অতিথি'র বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ পুঁজিবাজারের বিনিয়োগের নিরাপদ ব্যবস্থাপনার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে এবং শিখতে হবে তবেই তারা লাভবান হবেন"। তিনি আরো বলেন, "আর্থিক স্বস্তি এবং সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন"। তিনি পুঁজিবাজারের কল্যানে বিএসইসি’র অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন। এরপর ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’-এ বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রেজাউল করিম ‘দ্য স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এবং 'Stock Market Investment : Ways to Generate Superior Return' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি’র সাবেক কমিশনার জনাব আরিফ খান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহের চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি আমিনুল হক শামীম,অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব জনাব কামরুল হক মারুফ,ময়মনসিংহের উপ-মহা পুলিশ পরিদর্শক জনাব দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস এবং উপস্থিত ছিলেন ময়নসিংহের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক। এছাড়াও অনুষ্ঠানটি'র প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডিএসইসি'র ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আমিন ভূঁইয়া, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিঃ'র ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ রশিদ লালী, ডিবিএ'র প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি রোজারিও, বিএএসএম'র মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিএসইসি'র নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুর রহমান, বিএমবিএ'র প্রেসিডেন্ট জনাব মোঃ ছায়েদুর রহমান। উল্লেখ্য, ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ অনুষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)-এর অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ সম্প্রচারিত হয়। এছাড়াও কনফারেন্স অনুষ্ঠানের পাশাপাশি অডিটোরিয়াম চত্ত্বর-এ সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত চলছে 'বিনিয়োগ শিক্ষা মেলা'।

 
অন্যান্য সংবাদ
নভেম্বর ১৯, ২০২২ » বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
বিএসইসি এবং বিএএসএম এর যৌথ উদ্যোগে নোয়াখালী জেলাতে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’
ডিসেম্বর ২০, ২০১৭ » বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
বিনিয়োগ শিক্ষা মেলা এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স, ২০১৮ সিলেট।
সেপ্টেম্বর ২৫, ২০১৭ » বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
জুলাই ১৮, ২০১৭ » বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
বিনিয়োগ শিক্ষা মেলা এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স, ২০১৭ রাজশাহী।
ফেব্রুয়ারি ১২, ২০১৭ » বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
প্রেস বিজ্ঞপ্তি - বিএসইসি/মুখপাত্র (২য় খন্ড)/২০১১/১০৪৩
জানুয়ারি ০৫, ২০১৭ » বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
শুভ উদ্বোধন