Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 

কমিটির সদস্যবৃন্দ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কমিটিসমূহ গঠন করেছেঃ

১. স্টিয়ারিং কমিটি : বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর সার্বিক নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও অগ্রগতি তত্ত্বাবধান এবং এই কার্যক্রম দেশব্যাপী বিস্তারে নেতৃত্ব প্রদানের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

স্টিয়ারিং কমিটি ( জৈষ্ঠ্যতার ভিত্তিতে নয়) :
১। চেয়ারম্যান, বিএসইসি, আহবায়ক;
২। কমিশনার-১, বিএসইসি, সদস্য;
৩। কমিশনার-২, বিএসইসি, সদস্য;
৪। কমিশনার-৩, বিএসইসি, সদস্য;
৫। কমিশনার-৪, বিএসইসি, সদস্য;
৬। চেয়ারম্যান, ডিএসই, সদস্য;
৭। চেয়ারম্যান, সিএসই, সদস্য;
৮। চেয়ারম্যান, সিডিবিএল, সদস্য;
৯। প্রেসিডেন্ট, বিএপিএলসি, সদস্য;
১০। জনাব মোঃ সাইফুর রহমান, নির্বাহী পরিচালক, বিএসইসি, সদস্য সচিব।

২. টেকনিক্যাল কমিটি : স্টিয়ারিং কমিটির তত্ত্বাবধানে কাজ করার জন্য একটি বিশেষায়িত কমিটি হিসাবে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। সারাদেশে বিনিয়োগ শিক্ষা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচী, প্রকল্প, কার্যপদ্ধতি, গবেষণা, টার্গেট গ্রুপ নির্ণয়, কৌশল ও উপকরণ প্রণয়ন, ওয়ার্কিং গ্রুপ গঠন এবং এতদসংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনবল নিয়োগসহ তাদেরকে প্রশিক্ষিত করার জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

টেকনিক্যাল কমিটি (জৈষ্ঠ্যতার ভিত্তিতে নয়) :
১। জনাব মোঃ মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক, বিএসইসি, আহবায়ক;
২। জনাব রিপন কুমার দেবনাথ, পরিচালক, বিএসইসি, সদস্য;
৩। জনাব মোঃ আবুল কালাম, পরিচালক, বিএসইসি, সদস্য;
৪। মিসেস ফারহানা ফারুকী, পরিচালক, বিএসইসি, সদস্য;
৫। ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই, সদস্য;
৬। ব্যবস্থাপনা পরিচালক, সিএসই, সদস্য;
৭। ব্যবস্থাপনা পরিচালক, সিডিবিএল, সদস্য;
৮। প্রেসিডেন্ট/সেক্রেটারী, ডিএসই ব্রোকার ডিলার এসোসিয়েশন, সদস্য;
৯। প্রেসিডেন্ট/সেক্রেটারী, আইসিএবি, সদস্য;
১০। প্রেসিডেন্ট/সেক্রেটারী, আইসিএমএবি, সদস্য;
১১। প্রেসিডেন্ট/সেক্রেটারী, আইসিএসবি, সদস্য;
১২। প্রেসিডেন্ট/সেক্রেটারী, সিএফএ সোসাইটি, বাংলাদেশ, সদস্য;
১৩। প্রেসিডেন্ট, বিএমবিএ, সদস্য;
১৪। প্রেসিডেন্ট, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানীজ এন্ড মিচ্যুয়াল ফান্ড এসোসিয়েশন, সদস্য;
১৫। এক্সিউটিভ প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট;
১৬। জনাব মোঃ ওহিদুল ইসলাম, উপ-পরিচালক, বিএসইসি, সদস্য-সচিব।